১৪ ডিসেম্বর বুদ্ধিজিবি ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস সহ আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্টিত ওই সভাতে প্রধান অতিথি ছিলেন আ’লীগের মনোনিত নৌকার প্রার্থী কালীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
আ’লীগের প্রবিন নেতা কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক সম্পাদক ওহিদুল ইসলাম ওদু, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান মন্টু. যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, আ”লীগ নেতা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোদাচ্ছের হোসেন, মহিবুল ইসলাম মন্টু, আজিজুর রহমান খাঁ, আলী হোসেন অপু, রাজু আহম্মেদ, আলাউদ্দিন আল আজাদ, খুরশিদ আলম, শহিদুল ইসলাম শিকদার ও শ্রমিকলীগের সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
বক্তাগন বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত চক্র সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা হরতাল অবরোধ ডেকে গাড়ী পোড়ানো সহ দেশের জানমালের ক্ষতি করছে। এজন্য আ’লীগের নেতা কর্মীদের একজোট হয়ে জামাত বিএনপির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে হবে। বক্তারা আরো বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে শেখ হাসিনার মনোনিত নৌকার প্রার্থী সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেলের সঞ্চালনায় সভাতে আরো বক্তব্য রাখেন- উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, পুলিশিং কমিটির সভাপতি ইমদাদুল হক সোহাগ, উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা মুমতারিন ফেরদৌস ডরিন, সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন সুমন, সাংগাঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন সহ পৌর কাউন্সিলর ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।