নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের ভ’ষন রোডস্থ্য দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।
বিকালে আ’লীগের হাজার হাজার নেতা কর্মী সমর্থকেরা মিছিল সহকারে জড়ো হয় শহরের মেইন বাস টার্মিনালে। এরপর পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি আনোয়ারুল আজিম আনার। আরো বকত্তব্য রাখেন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, পৌর শাখার সাংগাঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান রাশেদ শমসের, পৌর যুবলীগের যুগ্ন আহব্বায়ক শফিকুজ্জামান রাসেল ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন সুমন সহ বিভিন্ন ইউনিয়নের আ’লীগ নেতবৃন্দ। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সভাতে বকত্তাগন বলেন, জামাত বিএনপির সাথে আতাত করে একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে। অচিরেই তাদেরকে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।অনুরুপভাবে আ’লীগের অপরগ্রুপ পৃথক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। সদ্য ঘোষিত আ’লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক আয়ুব হোসেন খানের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা সকালে মটরসাইকেল সহকারে মিছিল বের করে।