কালীগঞ্জে অপ-পো মোবাইল কোম্পানীর এক্্রক্লুসিভ শো-রুমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শহরের মুনছুর প্লাজার নিচতলাতে নতুন শো-রুমের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও অপপো মোবাইল ব্রান্ডের বাংলাদেশের এমডি ফেন্টাসটিক ওয়াং।
অপপো ব্র্যান্ড মোবাইল কোম্পানীর কালীগঞ্জের একমাত্র পরিবেশক মোবাইল ক্লিনিক প্রতিষ্টানের সত্বাধিকারী জহুরুল ইসলামের প্রতিষ্টানটির উদ্বোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন- কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতান, মুনছুর প্রাজার মালিক মনিরুজ্জামান পান্না ও বাজার মালিক সমিতির নেতা মনিরুল ইসলাম সহ স্থানীয় গনমাধ্যমের কর্মীগন। শেষে এমপি আনার কেক কেটে অপপো মোবাইল ব্রান্ডের বাংলাদেশের এমডি সহ উপস্থিত অতিথিদের কেক খাইয়ে প্রতিষ্টানটির শুভ সুচনা করেন।