মোঃ হাবিব ওসমান,
ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারের বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসায় ২ প্রভাষকের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় মাদ্রাসার সভাকক্ষে অধ্যক্ষ অলিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুবার রহমান রঞ্জু, মাদ্রাসার বিদায়ী প্রভাষক আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, হাফিজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন, রেজাউল ইসলাম, হাসানুজ্জামান ঝন্টু,শিক্ষার্থী সাদিয়া খাতুন, সাজিদ হাসান প্রমূখ।
বক্তারা বলেন, সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক ও এবতেদায়ী প্রধান হাফিজ উদ্দিন দুজনেই ছিলেন গুণী শিক্ষক। তাদের অবসর জনিত কারনে শুন্যতা পূরন হওয়া কঠিন। কেননা তারা ছিলেন কঠোর পরিশ্রমী, সৎ ও নিষ্ঠাবান। শেষে সম্প্রতি মৃত্যুবরণকারী মাদ্রাসার সহকারী শিক্ষক মরহুম আসির উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সম্বর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, এলাকার সামাজিক রাজনৈতিক দলের নেতা এবং সুধিজনেরা উপস্থিত ছিলেন।