ছোট্ট এই মাটির ঘরটি ঠিকই আছে, শুধু নেই ঘরের মানুষগুলো। রোববার এক সড়ক দুর্ঘটনায় এই পরিবারের ৭ জনের সবাই নিহত হয়েছেন। ভোরে ঘরটির দরজা-জানালা বন্ধ করে সবাই মিলে একটি মাইক্রোবাসে ঢাকার নবীনগর যাচ্ছিলেন। ফরিদপুরের মধুখালীর সালতা মাঝকান্দিতে এক ট্রাকের সঙ্গে তাঁদের মাইক্রোবাসটির সংঘর্ষে ওই পরিবারের সবাইসহ মোট ১০জন নিহত হন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের এই মানুষগুলো কখনো আর আনাচে-কানাচে পদাচারণ করবে না। রোববার মধ্যরাতে তাদেরকে এক বেদনাবিধুর পরিবেশে দাফন করা হয়।