ঝিনাইদহের কালীগঞ্জে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তারা হলেন কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামের মিন্টু শেখের পুত্র রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০)।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে চিকিৎসার জন্য। ভর্তির পর স্বামী আশংকামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন রয়েছে। ঘটনাটি ঘটেছে (৭সেপ্টেম্বর) বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার বানুড়িয়া গ্রামে তাদের নিজ বাড়িতে।
স্থানীয়রা ও প্রতিবেশি সাজ্জাদ হোসেন জানান, গত ১ বছর আগের প্রেমজ সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের রিয়া বেগমের সাথে রিপনের বিয়ে হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিয়েটি রিয়ার পরিবার ভালো ভাবে মেনে নেয়নি। এনিয়ে রিপনের পরিবারে মনোমালিন্য চলছিল। এছাড়াও সংসারে অভাব সহ নানা পারিবারিক কলহে বুধবার সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করছিল। এ সময় তার স্ত্রী রিয়া ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি সব বিষ খেয়ে ফেলে। এ সময় স্বামী স্ত্রীর চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশিরা এগিয়ে আসেন। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানায়, বিষপানে হাসপাতালে ভর্তি স্বামী আশংকামুক্ত হলেও স্ত্রীর স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, এব্যপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নিবো।