সেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ঝিনাইদহ জেলা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে জেলা প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মো: ফাওজুর রহমান সাবিত, জেলা সমন্বয়কারী হিসেবে মো: তৌহিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী হিসেবে দ্বীপ কুমার সাহা নির্বাচিত হয়েছেন।
কমিটির যুব প্রতিনিধি হিসেবে মো: তানভীর হোসেন মুনা, শেখ সাদি বিন হাফিজ, অনিক সাহা, মেহের আফরোজ উপমা, সোহান আহমেদ, মেহেদী হাসান মুন্না, সাদ আহমেদ রঙ্গন, আরশ আহমেদ দিহান, রিফাত হাসান, উৎস অধিকারী, অভি গাঙ্গুলি, ফারহান জামান লিয়ন, জুম্মান কবির মৌসুম, ইশিকা ফারনাজ ইশা, শ্রীজা বিশ্বাস কথা, মোহন শেখ, সুরাইয়া আক্তার, মীর তাহসিন সাব্বির মনোনীত হয়েছেন।
রবিবার (২৬ জানুয়ারি) ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের প্রধান সমন্বয়কারী সোহাগ মহাজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
উল্লেখ্য, দক্ষ যুব নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে দেশের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত যুব নেতৃত্ব বিকাশের মানসে ২০১৭ সালের ০১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের সর্ববৃহৎ যুব প্ল্যাটফর্ম ‘ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ'(ওয়াই.সি.বি)।
প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ‘ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ’ যুব নেতৃত্বের বিকাশ, যুব উন্নয়ন, মানবাধিকার, পরিবেশ ও নদী আন্দোলন, বিতর্ক সহ সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।