ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উলফাৎ আরা তিন্নীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতারকৃত ৪ আসামির জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
রবিবার আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শুনানির জন্য ৮ অক্টোবর দিন ধার্য করেন।
মামলার প্রধান আসামি জামিরুল ইসলাম রবিবার পর্যন্ত অধরা ছিল। অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ জানান, শনিবার রাতে তাকে ও অন্যান্য আসামিদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।
শেখপাড়া এলাকার মানুষ জানান, এ মামলার আসামি পক্ষ এলাকায় প্রভাব ও বিত্তশালী। তাদের বিরুদ্ধে কথা বলতে মানুষ ভয় পায়। মৃত তিন্নীর খালাতো ভাই মখলেসুর রহমান মকুল সাংবাদিকদের বলেন, তিন্নীর মেঝ বোন মিন্নীর সঙ্গে তার স্বামী জামিরুলের তালাক হওয়ার পর গত এক বছর ধরে পরিবারটিকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল জামিরুল। তিনি অভিযোগ করেন, এ মামলার আসামি নাঈম তাকেও হুমকি দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মামলার বাদী পক্ষের নিরাপত্তার জন্য তাদের বাড়ি আশেপাশে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।