এহতেশাম রফিক
কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশির দশকের মাঠ কাপানো তুখোড় সাংবাদিক সর্বজন শ্রদ্ধেয় গুরু সাংবাদিকদের আস্থার প্রতীক বিশ্বাস আব্দুর রাজ্জাক আর নেই। বৃহস্পতিবার রাত ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬২) তার মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার বাদ জুম্মা সাংবাদিক ও মোচিকের সাবেক কর্মকর্তা আব্দুর রাজ্জাককে সরকারী নলডাঙ্গা ভুষন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে আড়পাড়ায় কবর স্থানে দাফন করা হয়েছে। আশির দশকে দৈনিক দেশ পত্রিকার মাধ্যমে আব্দুর রাজ্জাকের সাংবাদিকতার হাতে খড়ি। তার লেখনি ও সংবাদ উপস্থাপনায় থাকতো সমাজ বদলের চিত্র। এ কারণে ঝিনাইদহ ও কালীগঞ্জের অনেক সাংবাদিকের কাছে তিনি গুরু হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি সাংবাদিকতার জীবনে সত্য ন্যায় প্রতিষ্টা করতে গিয়ে বার বার হামলা মামলার শিকার হয়েছেন তবুও তিনি অনড় থেকেছেন। তিনি দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়া দেশের বিভিন্ন জাতীয় দৈনিক আজাদ ,আজকের কাগজ ও আঞ্চলিক পত্রিকা দেনিক পূর্বাঞ্চল,জন্মভূমি সহ একাধিক পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা ছিল। এ ছাড়াও তিনি কালীগঞ্জের ইতিকথা বইয়ের লেখক ছিলেন। বিশ্বাস আব্দুর রাজ্জাক মোবারকগঞ্জ চিনি কলের সাবেক কর্মকর্তা। এক বছর আগে তিনি অবসরে যান। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ২ ছেলে ১ কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, বর্তমান কর্মরত কালীগঞ্জসহ জেলার অনেক সিনিয়র সাংবাদিককে তিনি এ পেশায় হাতে খড়ি দিয়েছেন। সিনিয়র সাংবাদিক হিসেবে দক্ষিণবঙ্গের মধ্যে তিনি অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। সাংবাদিক আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক , কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক সাবজাল হোসেন। এ ছাড়াও শোক ও সমবেদন জ্ঞাপন করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।