ঝিনাইদহে বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্তৃক গঠিত অধস্তন আদালত মনিটরিং কমিটির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত । আজ বিকালে জেলা ও দায়রা জজ আদালতের নবগঙ্গা সম্মেলন কক্ষে বিচার বিভাগ ঝিনাইদহের আয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কতৃক গঠিত অধস্তন আদালত মনিটারং কমিটি খুলনা বিভাগের দায়ত্বিপ্রাপ্ত বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন। এই মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা জজ মোঃ নাজিমুদ্দৌলা,জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম প্রমুখ। এ উপস্থিত ছিলেন, আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মিজানূর রহমান, সাধারন সম্পাদক শেখ সেলিম সহ আরো অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আদালতে মানুষ যেন ভোগান্তির স্বীকার না হয় ও ন্যায় বিচার পায়। এমনকি মামলার দীর্ঘ সূত্রিতা কমিয়ে দ্রুত রায় দেওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন দেশ অনেক এগিয়েছে সাথে সাথে বিচার বিভাগকে আধুনিকায়ন করার জন্য প্রধান মন্ত্রী ইতোমধ্যে সকল প্রকার ব্যবস্থা নিয়েছেন। দেশের স্বার্থে জনগনের স্বার্থে আমাদেও আরো দায়িত্বশীল হতে হবে।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত বিচারপতি আদলতের বিভিন্ন মামলার এজলাস পরিদর্শন করেন।