ঝিনাইদহে আদালতে প্রেমিকাকে বিয়ে করে জামিন পেল ধর্ষন মামলার এক আসামী। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবি সমিতি ভবনে বিয়ে অনুষ্ঠিত হয়। এসময় আইনজীবি, মেয়ে ও ছেলে পক্ষের স্বজনরা উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ শহরের কাঞ্চননগরের নাজমুল হোসেন পার্শবর্তী ২ বছর আগে পবহাটি গ্রামের এক মাদ্রাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বছরের ১৫ জানুয়ারী বাড়িতে কেউ না থাকার সুযোগে নাজমুল তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষন করে। পরে মেয়ে চিৎকারে লোকজন ছুটে এসে নাজমুলকে আটক করে পুলিশের সোপর্দ করে। এ ঘটনায় ওইদিন নাজমুলকে আসামী করে একটি ধর্ষণ মামলা করা হলে সেই মামলা পুলিশ তাকে গ্রেফতার দেখায়। দীর্ঘ এক বছর কারবাস করার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের মাধ্যমে আসামী নাজমুলকে জামিন প্রদান করে আদালত। আসামীকে বিয়ের মাধ্যমে জামিন দিলেন জেলা দায়রা জজ আদালতের বিচারক আবু আহসান হাবিব।