স্কাউটস প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র ১৬৭তম জন্মবার্ষিকী ঝিনাইদহ জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা স্কাউটসের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলি ঘুরে স্কাউটস ভবনে গিয়ে সমাপ্ত হয়।
এই র্যালিতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের স্কাউট ও রোভার স্কাউটরা অংশগ্রহণ করে। র্যালির শুরুতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ফিতা কেটে উদ্বোধন করেন। তিনি র্যালিতে অংশগ্রহণকারী স্কাউট ও রোভার স্কাউটদের ত্যাগ ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্কাউটস ভবনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি স্কাউট আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে সকলকে স্কাউট আন্দোলনে যোগদানের আহ্বান জানান।
বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা স্কাউটসের কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন, জেলা স্কাউটসের সভাপতি মোঃ আব্দুল জব্বার, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ আলী আহসান প্রমুখ।
পরে দিনব্যাপী স্কাউটসের ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উল্লেখ্য,রবার্ট ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন।তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডে প্রথম স্কাউট দল গঠন করেন।বর্তমানে বিশ্বের ১৭০ টিরও বেশি দেশে স্কাউট আন্দোলন চলছে।বাংলাদেশে স্কাউট আন্দোলন শুরু হয় ১৯৪৭ সালে।