শনিবার উপজেলা শহরের নলডাঙ্গা সড়কে বিএনপির ইফতার মাহফিলের নির্ধারিত দিন ছিল। ইফতার মাহফিল সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সকল প্রকার কার্যক্রম শেষ পর্যায়ে ছিল। কিন্তু শনিবার সকালে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মাহফিল বন্ধের নির্দেশ দেন।
পুলিশের দাবি ইফতার মাহফিল আয়োজনের জন্য পুলিশের কাছ থেকে কোন অনুমোতি নেওয়া হয়নি। ফলে আইনশৃঙখলার অবনতি ঘটার আশংকায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বিএনপির দ্বায়িত্বশীল নেতারা বলছেন আমরা মাহফিল আয়োজনের এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় অনুমোতির জন্য আবেদন করা হয়েছিল।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাদিুল ইসলাম হামিদ জানান, আমরা মাহফিল আয়োজনের এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় অনুমোতির জন্য আবেদন করেছিলাম। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোন উত্তর দেওয়া হয়নি। আমাদের নির্ধারিত দিন শনিবার আয়োজন প্রায় শেষ পর্যায়ে ছিল তখন কালীগঞ্জ থানার পুলিশ এসে বন্ধ করে দেন।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, বড় পরিসরে দলীয় কোন আয়োজন করতে হলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমোতি নিতে হয়। কিন্তু তারা কোন অনুমোতি নেননি। অনুমোতি না নিয়েই তারা ওপেন প্লেসে বড় পরিসরে আয়োজন করেছেন। যে কারনে তাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।