ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃস্থপতিবার ভোর রাতে উপজেলার আমতলা সামন্তা বাজার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি’র ঝিনাইদহ -৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সংবাদে পেয়ে আমতলা সামন্তা বাজার সীমান্তে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ঔ এলাকা থেকে ৮ জন এবং তাদের সহায়তা করার জন্য ২ জন দালাল সহ মোট ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
আটকৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। আটককৃতরা বাংলাদেশের নাগরীক বলেও জানান বিজিবি।