সেচ্ছাসেবী যুব সংগঠন ক্লিন রিভার বাংলাদেশের ঝিনাইদহ জেলা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ডিস্ট্রিক্ট ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছেন মো: ফাওজুর রহমান সাবিত, ডিস্ট্রিক্ট কো-ক্যাপ্টেন হিসেবে মো: তৌহিদুল ইসলাম,এহতেশাম রফিক, তানভীর হোসেন মুন্না, সাদিকুজ্জামান তৌসিফ, দ্বীপ কুমার সাহা ও মেহের আফরোজ উপমা নির্বাচিত হয়েছেন।
কমিটির জেলা সদস্য হিসেবে শেখ সাদি বিন হাফিজ, সুরাইয়া আক্তার, অনিক সাহা, মোহন শেখ, মেহেদি হাসান মুন্না, সাদ আহমেদ রঙ্গন, জয়া রানী বিশ্বাস, আরশ আহমেদ দিহান, মীর তাহসিন সাব্বির, সোহান আহমেদ, সামিউজ্জামান হাসিব, রিফাত হাসান, উৎস অধিকারী, সোহান সাব্বির মনোনীত হয়েছেন।
বুধবার (৩০ জানুয়ারি) ক্লিন রিভার বাংলাদেশ ঝিনাইদহ জেলার অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ক্লিন রিভার বাংলাদেশ বাংলাদেশের নদী ও পরিবেশ আন্দোলনের সবচেয়ে বড় প্লাটফর্ম। জাতীয় ভিত্তিক সংগঠন ‘ক্লিন রিভার বাংলাদেশ’ বাংলাদেশের নদী রক্ষার অতন্দ্র প্রহরী। সূচনা লগ্ন থেকে ক্লিন রিভার বাংলাদেশ সমাজের বিভিন্ন স্তরে গঠনমূলক কাজের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসা এবং নদী আন্দোলন নিয়ে কাজ করে যাচ্ছে।