রুপকথার গল্প নয়,নয় কোন ছন্দ, রঙে যখন রঙিন হয় ক্ষুদে শিল্পীদের আনন্দ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুকবার বিকালে বৃক্ষ দিবস উপলক্ষে কালীগঞ্জের মল্লিকপুরে বিখ্যাত বটবৃক্ষ প্রাঙ্গনে স্মনাধন্য চিত্রাংকন একাডেমী, শুকতারা আর্ট একাডেমী, কতৃক আউটডোর ক্লাস ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিচারক হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদাহের প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা রফিকুল ইসলাম মন্টু। এছাড়া এখানে আরো উপস্থিত ছিলেন উক্ত আর্ট একাডেমির পরিচালক্ ডালিয়া সুলাতানা , শহীদ নুর আলী কলেজের প্রভাষক রাধা রানি ঘোষ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, এতে করে যেমন বাঁচ্চাদের মেধা বিকাশ ঘটে তেমনই এটি একটি সুস্থ বিনোদনেরও মাধ্যম এজন্য তিনি অনুষ্ঠানের আয়োজককে সাধুবাদ জানান।
আর্ট একাডেমির পরিচালক্ ডালিয়া সুলাতানা জানান, এখনকার বাঁচ্চা মোবাইল ও ভিডিও গেমে আসক্ত হয়ে যাচ্ছে, যার ফলাফল খুবই মারাত্বক এজন্য আমরা শিশুদের মেধা বিকাশ ও তাদের মধ্যে সৃজনশীলতা তৈরির উদ্দেশ্য প্রায়ই এমন অনুস্থানের আয়োজন করে থাকি।
অভিভাবকরা জানান, এমন আয়োজনে আমরা বাচ্চাদের নিয়ে আসতে পেরে নিজেদের ভিতরেও অনেক ভালো লাগা কাজ করছে, এমন আয়োজন যেন আরও বেশি করা হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এই অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন ক্লাস শেষে তাদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতা বিকাল ৪ঃ৩০ ঘটিকা হতে শুরু হয়ে ৫ঃ৩০ ঘটিকায় শেষ হয়। দুইটি বিভাগে প্রায় ৪০ জন প্রতিযোগী এতে অংশগ্রহন করে । ক বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে নেয় শুকতারা আর্ট একাডেমীর শিক্ষার্থী আরিশা নূরীণ সপ্তর্ষী ও খ বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে রিপা খাতুন ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন প্রবীণ সাংবাদিক, অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিচারক রফিকুল ইসলাম মন্টু। পুরস্কার হাতে পেয়ে শিশুরা আনন্দে ফেটে পড়ে।