ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। রোববার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার দিগনগর ও কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হরিণাকুন্ডু উপজেলার দিগনগর গ্রামের মনোয়ার হোসেনের ৪ বছর বয়সী নাতি নানার ভ্যানের উপর খেলা করছিলো। হঠাৎ ভ্যানটির চাকার নিচ থেকে ইট সরে সেটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় শিশুটি গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে আজ মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ—যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে আলমসাধু উল্টে চালক আশরাফ বিশ্বাস গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশরাফ বিশ্বাসের বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামে।