নতুন বছরের প্রথম দিনটি ঝিনাইদহে শিক্ষার্থীদের জন্য ছিল এক আনন্দের দিন। বই উৎসবের মধ্য দিয়ে জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। এসময় জেলা শিক্ষা অফিস, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বই বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া আমাদের জন্য আনন্দের। আমরা চাই, শিক্ষার্থীরা নতুন বই নিয়ে নতুন উদ্যমে পড়াশোনা করুক এবং ভবিষ্যতে দেশ ও জাতির জন্য গৌরবময় ভূমিকা পালন করুক।“
এবছর জেলার ৬টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৯ লক্ষ ৭৭ হাজার ৭‘শ ৩৬ ও মাধ্যমিক পর্যায়ে ১৪ লাখ ২৩ হাজার ৮‘শ ৫২টি বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে।
শিক্ষার্থীরা বলেন, “নতুন বই পেয়ে আমরা খুবই খুশি। এ বইগুলো আমাদের পড়াশোনায় অনেক সাহায্য করবে।“
এই বই বিতরণ কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।