ঝিনাইদহ ক্যাডেট কলেজে ৩ দিন ব্যাপী ৫৮তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সমাপনী দিনে ক্যাডেট কলেজের মাঠে দৌড় প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি মেজর জেনারেল ইফতেখার আনিস বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কর্ণেল এস এম রাকিব ইবনে রেজওয়ানসহ অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও কলেজের শিক্ষক—শিক্ষার্থীরা। প্রতিযোগীতায় ৩৩ টি ইভেন্টে তিনটি হাউসের ৩’শ ক্যাডেট অংশ নেয়। বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় সার্বিকভাবে বদর হাউস চ্যাম্পিয়ন ও খায়বার হাউস রানার আপ হয়েছে।পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল ইফতেখার আনিস বলেন, ক্রীড়া মানসিক ও শারীরিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাডেটরা যেন ক্রীড়া চর্চা করে সুস্থ ও সবল থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।কলেজের অধ্যক্ষ কর্ণেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, ক্যাডেট কলেজগুলোতে ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়ন করাই প্রধান লক্ষ্য। প্রতিযোগীতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা যেমন তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়, তেমনি অন্যদের সাথে প্রতিযোগিতা করে তারা শেখার সুযোগ পায়।প্রতিযোগিতায় যেসব ক্যাডেটরা প্রথম স্থান অধিকার করেন তাদেরকে মেজর জেনারেল ইফতেখার আনিস, কর্ণেল এস এম রাকিব ইবনে রেজওয়ান ও অন্যান্য অতিথিরা পুরস্কৃত করেন।