ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় হামিদুল ইসলাম (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। আজ শনিবার দুপুর ১টার দিকে বারোবাজার হাইওয়ে থানার ওভারটেকিং করতে গিয়ে পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ঘটনা স্থলেই মারা যান। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মিয়া জানান নিহত ব্যক্তি একটি কোম্পানীতে চাকুরী করতেন সে মোটর সাইকেল যোগে চূয়াডাঙ্গা থেকে তাঁর কর্মস্থল যশোর যাওয়ার সময় বারবাজার হাইওয়ে থানার সামনে পৌছালে সড়ক দূর্ঘটনার কবলেপড়ে নিহত হন।