শিক্ষক ও সাংবাদিক রফিক
মন্ডলের আজ জন্মদিন
ফেসবুকের পরিচিত মুখ ও হাজারো মানুষের দুঃখ দুর্দশার তুলে ধরেন মানুষের হৃদয়ে সাড়া জাগানো সবাদিক রফিক মন্ডলের আজ শুভ জন্মদিন। ১৯৭৬ সালের ২৪ ফেব্রুয়ারি এই দিনে তিনি জন্মগ্রহণ করেন নানাবাড়িতে । ৪ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সবার বড়। মানিকদিহি গ্রামের সমাজসেবক মরহুম মইদুল ইসলাম ও মরহুম বেগম রোকেয়া খাতুনের অতি আদরের সুসন্তান। রফিক নাজমা জুঁটি বাঁধেন ১৯৯৮ সালের ৭ জুলাই এবং সফল এই দম্পতির ঘর আলোকিত করে ২ কন্যা ও ১ পুএ সন্তান। পরিবারের পক্ষে সকলের নিকট রফিক মন্ডলের জন্য দোয়া কামনা করা হয়েছে। রফিক মন্ডল কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সিনিঃ সহকারী শিক্ষক হিসেবে ১৯৯৯ সালে থেকে কর্মরত এবং ২০০০ সালে দৈনিক স্ফুলিঙ্গে সাংবাদিকতায় হাতেখড়ি। পরবর্তীতে রফিক মন্ডল দৈনিক লোকসমাজ ও দৈনিক মানবজমিনে কোটচাঁদপুর প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা করেন মানব কল্যানের জন্য। ২০০১ সালে মফস্বল সাংবাদিকতায় খুলনা বিভাগে দৈনিক মানবজমিনে শ্রেষ্ঠ প্রতিনিধি সম্মাননা অর্জন করেন। এছাড়াও তিনি দৈনিক অনলাইন পএিকায় সুনামের সাথে কর্মরত আছেন । তার স্ত্রী জনপ্রিয় নাজমা রফিক বিপুল ভোটে কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেন। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দক্ষতার সাথে। পরিবারের পক্ষ থেকে কোটচাঁদপুরের সৃজনশীল এই সাংবাদিকের নেক হায়াত কামনা করা হয়েছে। ফুলে ফুলে ভরে উঠুক রফিক মন্ডলের কর্মময় জীবন।