১৫ তম বিশ্ববিদ্যালয় দিবস-২০২২ উপলক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে মঙ্গলবার ২৫ শে জানুয়ারি শীতার্তদের মাঝে শীতবস্ত্র, শীতের টুপি ও মাস্ক বিতরণ সহ স্কুলের কোমলমতি শিশুদের স্বাস্থ্যকর বিস্কুট এবং হতদরিদ্র বয়স্কদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। সব মিলিয়ে প্রায় শতাধিক দুস্থ ও মানবেতর জীবন যাপন কারীদের মাঝে ক্লাবটি সহায়তা মূলক কার্যক্রম চালায়।
সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও শহীদ মশিউর রহমান হলের সম্মানিত প্রোভোস্ট ড.মোঃ আশরাফুজ্জামান জাহিদ এবং হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন সহ ক্লাবের সভাপতি শামীম হাসান,সাধারণ সম্পাদক দূর্জয়,ক্লাব সার্ভিস ডিরেক্টর আকিব ইবনে সাঈদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর আফসানা জামান ,সদস্য অনিক এবং আখি সহ আরো অনেকে।
ক্লাবের সকল সদস্য জানায়, অন্যান্য বার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। কিন্তু করোনার কারণে বড় কোন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে করা হয়নি। তাই তাদের ক্লাবের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। তারা ভবিষ্যতেও এইধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং দুস্থ ও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত থাকবে বলে জানাই।