ঝিনাইদহের কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্নীঝরা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতায় প্রথম হয়েছে বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অনিক পারভেজ। কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ভাষণ প্রতিযোগীতা রোববার সকালে পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করে বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার নিপু।